#college-review #college-admission #gpa #gpa-5 #2020 #dhaka #hsc
13 Feb, 2022
রাজধানীর প্রাণকেন্দ্র ধানমন্ডিতে অবস্থিত আজকের ঢাকা সিটি কলেজ ১৯৫৭ সালে স্থাপিত হয় ঢাকা সিটি নাইট কলেজ হিসেবে। ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের সীমিত পরিসরে যার যাত্রা শুরু, ৬০' এর দশক পেরিয়ে আজ বাংলাদেশের শিক্ষাজগতে তার অবস্থান সুদৃঢ় ও নেতৃস্থানীয়। যোগ্য অধ্যক্ষের সুদক্ষ পরিচালনা, আন্তরিক, সৎ ও যোগ্য শিক্যকমণ্ডলীর শিক্ষাদান, সুন্দর, স্বচ্ছ ও
প্রত্যাশিত শিক্ষার অনুকূল পরিবেশ এবং সুপরিকল্পিত প্রগতিশীল শিক্ষা পদ্ধতির প্রয়োগ কলেজটিকে আজ একটি গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানে পরিণত করেছে। অতীতে ব্যাবসায় শিক্ষা বিভাগে অসাধারণ ফলাফল করায় এর পরিচিতিও মূলত এই ব্যাবসায় শিক্ষা দিয়েই। তবুও গত এক দশক ধরে বিজ্ঞান বিভাগ থেকেও ঈর্ষিণীও ফলাফল দেখিয়ে আসছে এখানে পড়ুয়া শিক্ষার্থীরা। তোমার পছন্দের তালিকায় প্রথম দশটি কলেজের মধ্যে এই "ঢাকা সিটি কলেজ" নামটি অনায়াসেই স্থান পেতে পারে। শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে পাঠদান করা হয়।
EIIN- 107975
ঢাকা শিক্ষা বোর্ডের অন্যতম এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শিক্ষা প্রদান করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটিতে বিবিএ, বিএসসি, অনার্স, সিএসই কোর্স করার ব্যবস্থা রয়েছে।
স্থানীয় শিক্ষাবিদ এবং সমাজকর্মীদের পৃষ্ঠপোষকতায় কলেজটি ১৯৫৭ সালে পাকিস্তান শাসনামলে প্রতিষ্ঠিত হয়। তখন কলেজের কার্যক্রম প্রথমে ওয়েস্ট এন্ড উচ্চ বিদ্যালয়ে এবং তারপর ঢাকা কলেজে চালানো হয়। তখন এটি "ঢাকা নাইট কলেজ" নামে পরিচিত ছিল। ১৯৭০ সালে, কলেজটি ধানমন্ডি আবাসিক এলাকার ২ নং সড়কের নিজস্ব চত্বরে স্থানান্তরিত হয়।
খান বাহাদুর আবদুর রহমান এবং আতাউর রহমান খান, দুজনেই কলেজ প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছিলেন। কলেজের পরিচালনা কমিটির প্রাক্তন চেয়ারম্যান খানে আলম খান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার থাকাকালীন একাডেমিক ভবনগুলির উন্নয়নের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেছিলেন।
যেকোনো পরীক্ষা ভাল করার জন্যেই খুব ভাল করে SSC সিলেবাস টা শেষ করতে হবে। এজন্য সেরা mentor দের নিয়ে সহপাঠী নিয়ে এলো Road to NDC and HCC course
যেকোনো সমস্যা সমাধান এ পছন্দের mentor এর কাছে ১-১ পড়ার সুযোগ ও রয়েছে।
বিজ্ঞান বিভাগ :-
মোট আসন সংখ্যা - বাংলা ভারসন
মর্নিং শিফট-৬৫০(মেয়ে)
ডে শিফট-১০৮০(ছেলে)
ইংলিশ ভারসন-
মর্নিং শিফট-১৫০(মেয়ে)
ডে শিফট-১৫০(ছেলে)
জিপিএ -৫.০০
মোট নাম্বার-১১০০+ (২০১৯ অনুসারে)
কলেজ বুক লিস্ট সাজেশনঃ বিজ্ঞান বিভাগ
ব্যাবসায়ি বিভাগ :-
মোট আসন সংখ্যা - বাংলা ভারসন -
মর্নিং শিফট-৮০০(মেয়ে)
ডে শিফট-৮০০(ছেলে)
ইংলিশ ভার্সন-
মর্নিং শিফট-১৫০(মেয়ে)
ডে শিফট-১৫০(ছেলে)
জিপিএ-৪.০০
মানবিক বিভাগ :-
মোট আসন সংখ্যা - বাংলা ভারসন -
মর্নিং শিফট-৮০(মেয়ে)
ডে শিফট-৯০(ছেলে)
ইংলিশ ভারসন-নেই
জিপিএ-৩.৫
কলেজ বুক লিস্টঃ মানবিক বিভাগ
COLLEGE ADMISSION 2021 HELPLINE By Sohopathi
#SSC_2021
#college
#sohopathi
#সহপাঠী
যেকোনো একাডেমিক সমস্যায় আমাদের মেন্টরদের সহযোগিতা নিতে রেজিস্ট্রেশন করো এই লিংকে:https://www.sohopathi.io/mentors
সহপাঠী