#dhaka-college #hsc #college-review #college-admission #dhaka
13 Feb, 2022
১৮৪১ খ্রিস্টাব্দের ১৮ জুলাই তারিখে রবিবার উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেব ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮৭৫ খ্রিস্টাব্দ থেকে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগ খোলা হয় । ১৯৫৫ সালে ঢাকা কলেজ বর্তমান জায়গায় চলে আসে। ২৪ একর জমির ওপর ছিল ঢাকা কলেজ। তবে এরশাদ সরকারের সময় ৬ একর জমি ছেড়ে দিতে হয়। বর্তমান ঢাকা কলেজ ১৮একর ভূমির উপর অবস্থিত । ঢাকা কলেজের মোট হল সংখ্যা আটটি, এর মধ্যে শেখ কামাল ছাত্রাবাস শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য তৈরি করা হয়েছে, অন্য বিভাগের ছাত্রদের জন্যও অন্যান্য হলে থাকার সুব্যবস্থা আছে ।
কলেজে এটেনডেন্টস ৮০% না হলে পরীক্ষা দিতে পারা যায় না, আর ৫০% মার্কস না পেলে ফেইল, ফেইল করলে প্রোমোট হতে পারা যাবে না । কলেজে সিটি পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, ইয়ার চেঞ্জ পরীক্ষা হয় । পাশ না করলে পরবর্তী ক্লাসে উঠতে দেয় না ।
ঢাকা কলেজের প্রতিষ্ঠা একদিকে যেমন নাগরিক জীবনে যোগ করেছিলো অভিনব সামাজিক বৈশিষ্ট্য, তেমনি ছাত্রসমাজের জন্যও এক ভিন্নমুখী জীবনযাত্রার সূচনা করেছিলো। ছাত্রদের বিচিত্র জীবনযাপনের ধারা থেকে যেমন ঢাকা শহরে সৃষ্টি হয় এক নতুন ধারার সংস্কৃতির, এক নতুন সামাজিক বাতাবরণের, তদুপরি ঢাকার বাইরে থেকে পড়তে আসা ছাত্রদের জীবনে যোগ হচ্ছিলো নতুন ধরনের চমক।
কলেজ প্রতিষ্ঠার সময় ১৮৪১ সালে ঢাকা কলেজের পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল। লাইব্রেরিতে সজ্জিত পাঠকক্ষ সহ ৫০,০০০ ( পঞ্চাশ হাজার) বই রয়েছে। গ্রন্থাগারটি প্রতিদিন দুই শতাধিক শিক্ষার্থীকে পাঠ্য সহায়তা সরবরাহ করে। এটি সকাল ৮ টায় খোলে এবং বিকেল ৪টায় বন্ধ হয়।
যেকোনো পরীক্ষা ভাল করার জন্যেই খুব ভাল করে SSC সিলেবাস টা শেষ করতে হবে। এজন্য সেরা mentor দের নিয়ে সহপাঠী নিয়ে এলো Road to NDC and HCC course
যেকোনো সমস্যা সমাধান এ পছন্দের mentor এর কাছে ১-১ পড়ার সুযোগ ও রয়েছে।
বিজ্ঞান বিভাগ :
কলেজ বুক লিস্ট সাজেশনঃ বিজ্ঞান বিভাগ
মানবিক বিভাগ :
বানিজ্য বিভাগ :
কলেজে ভর্তি রিকোয়ারমেন্ট : (কলেজ ওয়েবসাইটে http://www.dhakacollege.edu.bd/ )
সেরা কলেজে এডমিশনের জন্য মেন্টরশিপ/পরামর্শ নিতে চাইলে চলে যাও এই
লিংকেঃ https://www.sohopathi.io/mentors
যে কোন একাডেমিক সমস্যায় / বা পরামর্শের জন্য কোন মেন্টরের কাছে পড়তে চাইলে চলে যাও
এই লিংকেঃ https://www.sohopathi.io/mentors
সহপাঠী সেন্ট্রাল গ্রুপঃhttps://www.facebook.com/groups/566012513741654/
কলেজ ভর্তি সংক্রান্ত তথ্য ও সাহায্যের জন্য জয়েন করো এই গ্রুপে:
https://www.facebook.com/groups/college.admission.2019.by.OS/
সহপাঠী