#notre-dame-college #hsc #dhaka #college-admission #college-review
13 Feb, 2022
১৯৪৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ঢাকা শহরের লক্ষ্মীবাজারে হলি ক্রসের সিদ্ধান্ত অনুসারে রোমান ক্যাথলিক পাদ্রি সম্প্রদায় কর্তৃক নটর ডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমদিকে সেন্ট গ্রেগরিজ কলেজ নামে পরিচিত ছিল, যা ছিল সেন্ট গ্রেগরিজ স্কুলের পরিবর্ধন। ১৯৫৪ খ্রিস্টাব্দে এটি আরামবাগে স্থানান্তর করা হয়। তখন এটির নামকরণ করা হয় নটর ডেম কলেজ।
EIIN number 108274
কলেজটি প্রথমে কলা ও বাণিজ্য বিষয়ে পড়ালেখা চালু করলেও পরবর্তীতে ১৯৫৫ খ্রিস্টাব্দে বি.এ এবং ১৯৬০ খ্রিস্টাব্দে বি.এস.সি চালু করে। ১৯৫০ খ্রিস্টাব্দে নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ১৯৫৯ খ্রিস্টাব্দে তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহে নজরকাড়া সাফল্য অর্জন করে এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে এটি দেশের প্রথম সারির কলেজের মধ্যে পরিগণিত হয়। এই কলেজে রয়েছে অনেক ক্লাব যা নিজের স্কিল ডেভলপমেন্টের জন্য অনেক উপকারি।
কলেজটিতে লিখিত এবং মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। একদম শুরু থেকেই এই কলেজ অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। তাঁদের মূল লক্ষ্য, লেখাপড়া ক্লাসেই শেষ করে ফেলা। তাঁদের অনেক শিক্ষক আছেন, যারা শুধু নিজেদের কলেজেই নয়, অন্য কলেজের শিক্ষার্থীদের কাছেও অনেক পরিচিত। NCTB কর্তৃক প্রস্তাবিত বই এবং নিজেদের পছন্দের কিছু বই পড়ানো হয়। অনেকের কাছেই এই কলেজ স্বপ্নের কলেজ। ভর্তি পরীক্ষায় এই কলেজের সাফল্য একদম অনন্য। নটর ডেম কলেজ এ ভর্তি পরীক্ষা এগিয়ে থাকতে চাইলে এন্রল করুন Road to NDC and HCC.
সিট সংখ্যা
সাইন্স (বাংলা মিডিয়াম) ১৭৮০
সাইন্স (ইংরেজি মিডিয়াম) ৩২০
বিজনেস স্টাডিজ (কমার্স) ৭৫০
আর্টস ৩৫০
কলেজ ওয়েবসাইট : www.notredamecollege-dhaka.com
সেরা
কলেজে এডমিশনের জন্য মেন্টরশিপ/পরামর্শ নিতে চাইলে চলে যাও এই লিংকেঃ https://onlinesohopathi.com/find-a-mentor
যে
কোন একাডেমিক সমস্যায় / বা পরামর্শের জন্য কোন মেন্টরের কাছে পড়তে চাইলে চলে যাও
এই লিংকেঃ https://onlinesohopathi.com/find-a-mentor
অনলাইন সহপাঠী সেন্ট্রাল গ্রুপঃ
https://www.facebook.com/groups/566012513741654/
কলেজ ভর্তি সংক্রান্ত তথ্য ও সাহায্যের জন্য জয়েন করো এই গ্রুপে:
https://www.facebook.com/groups/college.admission.2019.by.OS/