#study-techniques #exam-hacks
13 Feb, 2022
i) আগের জানা কোন পড়ার সাথে মিল রেখে পড়া:
কোন একটা টপিক সেভাবে পড়ার চেষ্টা করবে যেটা তুমি আগের পড়া কোন অধ্যায় বা গল্পের সাথে মিল রেখে পড়তে পারো। ( Try to make a link between previous Incident [slumdog Millionaire])
ii) পড়াটাকে মুখস্থ না করে গল্পের বই পড়া/গান শোনার মত করে পড়া:
যেকোন গল্পের কাহিনী আমাদের বেশীদিন মনে থাকে কারন আমরা সেটা ইন্টারেস্ট নিয়ে পড়ি।
iii) প্রতিদিন নতুন পড়াগুলো একবার হলেও লিখে লিখে নিজের পরীক্ষা নেওয়াঃ
যা কিছু নতুন পড়ছো তা যেন ভুলে না যাও তাই পড়ার পর নিজের একবার পরীক্ষা নাও। পরীক্ষা নেয়ার বিষয়টি যেকোন ভাবে হতে পারে, তুমি নোট ডাউন করে রাখতে পারো যেটা তুমি বারবার ভুলে যাচ্ছিলে, সেটা পরে যখন সেল্ফ জাজমেন্ট করবে প্রশ্ন টা কত ভাবে কিভাবে করলে তোমার ভুল হতে পারে সেভাবেই নিজের কাছে নিজের পরীক্ষা দাও।
iv) কোন বড় বিক্রিয়া/সূত্র পড়ার সময় একবারে পুরোটা না পড়ে ভেঙ্গে ভেঙ্গে পড়াশোনা করা।
v) ছক করে/ছবি একে/ছন্দ দিয়ে মনে রেখে পড়া:
যেকোন জিনিস পড়ার চেয়ে লিখে বা নিজের মত করে ছবি আকা টা পরীক্ষায় মনে বেশী পড়বে, নিজের আকা টা চোখে বেশী ভাসবে।
vi) উপযুক্ত সময় বের করাঃ
পড়া মনে রাখার জন্য তোমার কম্ফোর্টেবল টাইম টা সবার আগে প্রায়োরিটি দিবে।সবার সব টাইম এ পড়া মাথায় থাকেনা। হয়তো তুমি রাতে পড়ে কম্ফোর্টেবল, তাহলে প্রায়োরিটি তে সবচেয়ে উপরে জে সাবজেক্ট বা টপিক টা থাকবে সেটা রাতের জন্য রেখে দাও।
vii) নিজেই হয়ে যাও শিক্ষকঃ
নিজে যেটা পড়ছো, সেটা আরেকজনকে পড়ানো। এইভাবে পড়া সবচেয়ে বেশী মনে থাকে।সেক্ষেত্রে তোমার ফ্রেন্ড এর হেল্প এর পাশাপাশি তোমার পড়া সবথেকে বেশী মনে থাকবে।
viii) নিজের বানানো শর্টকাটঃ
বায়োলজি, কেমিস্ট্রি এসব সাব্জেক্ট এর ক্ষেত্রে ছন্দ আকারে মনে রাখা সবথেকে ইফেক্টিভ।নিজের সাথে নামের সাথে বা মজাদার কিছুর সাথে মিল রেখে নিজের বানানো শর্টকাট মনে থাকে সবচেয়ে বেশি। ওইটা তোমার ভূলে যাবার চান্স কম থাকে।
Cover Photo Courtesy: https://unsplash.com