#islamic-university-of-technology #university
13 Feb, 2022
IUT কি public নাকি private University? প্রকৃতপক্ষে IUT কোনটিই নয়। এটি একটি International University যেটি OIC দ্বারা পরিচালিত হয়। এর পুরো নাম Islamic University of Technology.
২০১৬-১৭ সাল পর্যন্ত IUT তে কেবল মুসলিম ছেলেরা পড়ার সুযোগ পেত। বর্তমানে মেয়েরাও এতে পড়ার সুযোগ পায়। অর্থাৎ বর্তমানে মুসলিম ছেলে ও মেয়ের এখানে পড়ার সুযোগ রয়েছে।
IUT তে ভর্তি পরীক্ষার জন্য সিলেক্ট করা হয় প্রায় ৪০০০ জনকে। (২০১৯-২০ এর তথ্য অনুযায়ী) আবেদন করার জন্য ন্যূনতম জিপিএ চাওয়া হয়েছে ৪.৫. IUT তে খরচের ব্যাপারটা দুইটা ক্যাটাগরির:
1)Scholarship
2) Non-ScholarshipScholarship
আবার দুই ক্যাটাগরিরঃ
*IUT ভর্তি পরীক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারীদের জন্য রয়েছে Full OIC scholarship । এক্ষেত্রে একজন শিক্ষার্থী সম্পূর্ণ ফ্রিতে, কোন খরচ ছাড়া পড়তে পারবে
*এছাড়া রয়েছে OIC partial Scholarship । এর জন্য সিট বরাদ্দ আছে ৮০ টি।(ক্ষেত্র বিশেষে দুই একটি বাড়তেও পারে) এক্ষেত্রে একজন শিক্ষার্থী ৬৫০০ ইউএস ডলারে পড়তে পারবে ৪ বছর এবং এই খরচ তাকে শুরুতেই দিতে হবে।
Non-Scholarship রয়েছে দুই ক্যাটাগরিরঃ
Residential: এক্ষত্রে শিক্ষার্থী হলে থেকে পড়ালেখা করবে। খরচ ২০,০০০ ইউএস ডলার।
Non-residential: এক্ষেত্রে শিক্ষার্থী নিজ বাসায় থেকে পড়ালেখা করবে। খরচ ১৫,৫০০ ইউএস ডলার।
IUT তে ৭ টি সাব্জেক্টে পড়া যায়। সেগুলোর সিট সংখ্যাসহ নাম দেওয়া হলঃ
CSE-100
SWE-100
EEE-150
ME-50
IPE-50
CEE-100
BTM-50
IUT ভর্তি পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের উপর।
বিষয় ভিত্তিক নম্বর বন্টনঃ
Physics-35
Chemistry-15
Math-35
English-15
-তানভীর হাসান শিফাত
BUET'19