আসসালামু আলাইকুম। আমি রামিম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগে শেষ বর্ষে পড়াশুনা করছি। আমি দীর্ঘ ৫ বছর ধরে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের শিক্ষাদান করে আসছি। আমি একাডেমিক এবং এডমিশন উভয় ক্ষেত্রেই পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন। মুলতঃ পদার্থ, রসায়ন এবং গনিত এই তিন বিষয়ে আমি শিক্ষাদান করে থাকি। আমি উদ্ভাস, ওমেকা, আইকন প্লাস, ইউসিসি, ওমেকা, সানরাইজ সহ বেশকিছু কোচিং এ ক্লাস নিয়ে থাকি। আমার পড়ানোর ধরন অন্যদের থেকে একটু আলাদা। আমি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট মতাদর্শতে বিশ্বাসী নই। বরং সকলকে ভালো ছাত্র ছাত্রী বানানোই আমার উদ্দেশ্য।আমি স্টুডেন্ট প্রশ্ন করার আগেই যেখানে প্রশ্ন হতে পারে তা বলে দেয়াতে বিশ্বাস করি। শুধু পড়ালাম এবং পড়িয়ে গেলাম এই নীতিতে বিশ্বাসী নই আমি। অনেক মজা করে উদাহরণ দিয়ে দিয়ে সব জিনিস বুঝানোই আমার কর্তব্য বলে আমি মনে করি। আমার নিকট শিক্ষাগ্রহনে আগ্রহী হলে অনলাইন সহপাঠীতে যোগাযোগ করুন আজই।
Currently unavailable