মাইগ্রেশন কী?
- মাইগ্রেশন মানে হলো পরিবর্তন
ধরো তুমি একটা কলেজে চান্স পেলে কিন্তু কলেজ টা তোমার সেইভাবে ভালো লাগে নি বা তুমি তার চেয়ে বেটার কলেজে যেতে চাচ্ছো... এটাই হলো মাইগ্রেশন
(বেটার কলেজ বলতে চয়েজলিস্টের উপরের কলেজ কে বুঝাইছি )
ধরো চয়েজ রেজাল্টে ৬ নম্বর কলেজে তুমি চান্স পাইছো মাইগ্রেশন করলে তার উপরের কলেজ মানে ১-২-৩-৪-৫ নম্বর কলেজে চান্স পেতে পারো যদি আসন ফাকা থাকে তবে
কখন মাইগ্রেশন করতে পারবা?
- কোন কলেজে চান্স পাওয়ার পর তুমি মাইগ্রেশন করতে পারবা...
যদি কলেজ চয়েজ রেজাল্টে কোন কলেজেই চান্স না পাও তবে তুমি মাইগ্রেশন করতে পারবা নাহ.... তার বদলে তোমাকে ২য় ধাপে কলেজ চয়েজ দিতে হবে
কিভাবে মাইগ্রেশন করতে হবে?
- মাইগ্রেশন মূলত Automatic অন হয়ে যায় তবে কিছু শর্ত আছে..
প্রথমত তুমি যে কলেজে চান্স পেয়েছো সেটাতে ভর্তি নিশ্চায়ন করতে হবে... ভর্তি নিশ্চায়ন করার সাথে সাথেই Automatically মাইগ্রেশান অন হয়ে যাবে
বিঃদ্রঃ যদি তুমি ভর্তি নিশ্চায়ন বা Confirm না করো তাহলে সেই কলেজ তো পাবাই নাহ সাথে সাথে মাইগ্রেশন এর সুযোগটাও হারিয়ে ফেলবা
দ্বিতীয়তঃ ২২৮ টাকা আবেদন ফি দিয়ে কলেজ Confirm বা নিশ্চিত করতে হবে
উদাহরণঃ ধরো তুমি ৫ নম্বর কলেজে চান্স পেয়েছো...চান্স পাওয়ার পর ২০০ টাকা ফি দিয়ে কলেজ Confirm বা নিশ্চিত করছো...
নিশ্চিত করার সাথে সাথে তোমার মাইগ্রেশন অন হয়ে যাবে এবং উপরের কলেজ গুলাতে যদি সিট খালি থাকে তাহলে ৫ নম্বর থেকে ৪-৩-২ নম্বর কলজে চান্স পেতে পারো যোগ্যতার ভিত্তিতে
মাইগ্রেশন এর পর যদি উপরের কোন কলেজে চান্স না আসে তবে আগে ২০০ টাকা দিয়ে যে কলেজ নিশ্চিত করেছো সেটা তেই তুমি Admission এর সুযোগ পাবে কোন সমস্যা নেই
চয়েজ রেজাল্ট আসার পর তোমার প্রথম কাজ যে কলেজে চান্স পেয়েছো সেটা Confirm করে রাখা যাতে মাইগ্রেশন এর পর লিস্টের উপরের কোন কলেজ না আসলে নিশ্চিতকৃত কলেজে Admission নিতে পারো
এইবার মনে করো তুমি লিস্টের যে কলেজে চান্স পেয়েছো সেটার নিচের কলেজ বেশী ভালো লাগে এবং সেটায় যেতে চাচ্ছো তাহলে উপায় কি?
উপায় হলো প্রথমধাপে যে কলেজে চান্স পেয়েছো সেটা ২২৮ টাকা দিয়ে Confirm করবা নাহ... কনফার্ম না করে তুমি দ্বিতীয় ধাপে নতুন করে ভেবে চিন্তে কলেজ চয়েজ দাও ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা